
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২২ জানুয়ারি উদ্বোধন। ইতিমধ্যেই রাম মন্দিরের নির্মাণকাজ প্রায় শেষের পথে। এবার প্রকাশ্যে এল রাম মন্দিরের গর্ভগৃহের ছবি। এখানেই প্রতিষ্ঠা করা হবে রামলালার মূর্তির।
রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই কয়েকটি ছবি পোস্ট করেন রাম মন্দিরের গর্ভগৃহের। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘রামলালার গর্ভগৃহ প্রায় তৈরি। সম্প্রতিই লাইটিংয়ের ফিটিংও শেষ হয়ে গিয়েছে। আপনাদের সঙ্গে কিছু ছবি ভাগ করে নিলাম।
ছবিতে দেখা গিয়েছে, বিশাল একটি কক্ষ। এই গর্ভগৃহের মাঝখানে উচু একটি স্তম্ভ তৈরি করা, যার নির্মাণকাজ এখনও বাকি। সেখানে শ্রীরামের একটি পতাকাও গোঁজা। গর্ভগৃহের সাদা দেওয়ালে অসাধারণ কারুকার্য রয়েছে।