
দেশের চার শংকরাচার্যর পথ অনুসরণ করলেন কপিলমুনি আশ্রমের ১৫ জন নাগা সাধু। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও গেলেন না অযোধ্যায়। রাম মন্দির উদ্বোধন সনাতন ধর্ম বিরোধী ,এই অভিযোগে অযোধ্যায় যাচ্ছেন না চার শঙ্করাচার্য ।এবার সেই পথ অবলম্বন করলেন গঙ্গাসাগরে থাকা নাগা সাধুরা।এবার দেশের চার শঙ্করাচার্যের পথ অনুসরন করে আগামী 22 সে জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন কপিল মুনি আশ্রমের 15 জন নাগা সাধু।তবে ওই সাধুদের রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় হাজির থাকার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিলো ।কিন্তু আশ্রমের সাধুরা সাফ জানিয়েছেন যেখানে দেশের চার শঙ্করাচার্যের সম্মান নেই সেখানে তারা যাবেন না। পাশাপাশি তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন নরেন্দ্র মোদী রাম মন্দিরের কৃতিত্ব একাই নিতে চাইছেন।কিন্তু মন্দির শুধু প্রধানমন্ত্রীর নয় প্রত্যেক ভারতবাসীর।উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসব। একই সঙ্গে উদ্বোধন হবে রামমন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই মন্দিরের উদ্বোধন হবে বলে খবর । আবার এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তাই বিজেপি সরকারের রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে বিরোধীরা সরব হয়েছে। বিরোধীদের অভিযোগ, রামমন্দির উদ্বোধন করে বিজেপি ভোটের মুখে হিন্দু তাস খেলতে চাইছে।তাই কংগ্রেস সহ একাধিক দলের শীর্ষ নেতৃত্ব উদ্ধবোধনী অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তবে বিজেপি নেতৃত্বকে জোর ধাক্কা দিয়ে রাম মন্দির উদ্বোধন থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন দেশের চার শঙ্করাচার্য।এবার সেই পথ অনুসরণ করলে গঙ্গাসাগরের 15 নাগা সন্ন্যাসী
গোপাল শীল,গঙ্গাসাগর