
জয়া মিশ্র, অযোধ্যাঃ দীর্ঘ ৩০ বছর ধরে মৌনব্রতে রয়েছেন। রামমন্দির উদ্বোধন হলেই কথা বলবেন ৮৫ বছরের বৃদ্ধা। তাঁর পরিবারের দাবি, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর তিনি শপথ নিয়েছিলেন রামমন্দির প্রতিষ্ঠা না হলে তিনি মুখ খুলবেন না। তারপর থেকেই গত ৩ দশক ধরে মৌনব্রত তিনি। তার পরিচিত মৌনী মাতা নামে।
মৌনী মাতার ছেলে হরেরাম আগরওয়াল জানিয়েছেন, ‘সোমবার উত্তরপ্রদেশের জন্য ধানবাদ থেকে গঙ্গা-শতলজ এক্সপ্রেসে তিনি রওনা হয়েছেন। ২২ জানুয়ারি মৌনব্রত ভাঙবেন। রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে মৌনী মাতাকে আমন্ত্রণ জানিয়েছেন মহন্ত নৃত্য গোপাল দাসের শিষ্যরা। মৌনী মাতার মূল নাম সরস্বতী দেবী। তিনি ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা।