
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১৭ এপ্রিল রাম নবমী। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এবার প্রথমবার পালিত হবে রাম নবমী। এই বিশেষ দিনে মন্দিরে পাঠানো হবে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজি লাড্ডু। সেই লাড্ডু উৎসর্গ করা হবে রামলালাকে। তারপর প্রসাদ হিসেবে বিলিয়ে দেওয়া হবে রাম ভক্তদের মধ্যে। এই লাড্ডু দেওয়া হবে দেবরাহা হংস ট্রাস্টের পক্ষ থেকে। রাম মন্দিরে প্রথমবার হলেও, দেবরাহা হংস ট্রাস্ট প্রতিবার লাড্ডু পাঠান কাশী বিশ্বনাথ মন্দির, তিরুপতি বালাজি মন্দিরেও।
প্রসঙ্গত উল্লেখ্য, ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন ৪০ কেজির লাড্ডু প্রসাদ হিসেবে পাঠিয়েছিল দেবরাহা হংস ট্রাস্ট।