
জয়া মিশ্রা, উত্তর প্রদেশঃ আগামী ২২ জানুয়ারী রামমন্দিরের উদ্বোধন। সেই দিনই যোগীরাজ্যের বেশিরভাগ অন্ত:সত্ত্বা মহিলারা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাইছেন। চিকিৎসকদের কাছে এহেন ‘আবদার’ নিয়ে পৌঁছে গিয়েছেন তাঁরা। এদিকে একদিনে এত বেশি সিজার ডেলিভারি করতে গিয়ে নাজেহাল অবস্থা হাসপাতালগুলির।
একইসঙ্গে বিশেষ দিনে সন্তানের জন্ম দিতে গিয়ে না জানি মা বা সদ্যোজাতের কোনও সমস্যা হয়, সেই চিন্তাও ভাবাচ্ছে চিকিৎসকদের। কানপুর মেডিক্যাল কলেজের শিশু এবং প্রসূতি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সীমা দ্বিবেদী জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি তাঁদের হাসপাতালে ৩৫ জন অন্তঃসত্ত্বা সন্তানের জন্ম দেবেন।
এঁদের মধ্যে অনেক মহিলারই ২২ জানুয়ারির আগে এবং পরে ডেলিভারি হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা চান, রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে তাঁদের অস্ত্রপচার করা হোক। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ২২ জানুয়ারি ডেলিভারি করাতে চাওয়া অন্তঃসত্ত্বাদের সংখ্যা।