
ওঙ্কার ডেস্ক: সামনেই রামনবমী। আর এই রামনবমী উপলক্ষে শহরের রাস্তায় ধর্মীয় মিছিল বেরোবে। রামনবমীর শোভাযাত্রার কথা মাথায় রেখে লালবাজার চালাচ্ছে জোর নজরদারি । যে সব রাস্তা দিয়ে শোভাযাত্রা গুলি হবে সেই সমস্ত রাস্তায় সিসি ক্যামেরা আছে কিনা,আর থাকলে সেগুলো কাজ করে কিনা , তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে সমস্ত থানা গুলিকে লালবাজার থেকে নজরদারি রাখতে বলা হয়েছে।
মিছিলের কথা মাথায় রেখেই এবার আগে থেকে সতর্ক করেছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছিলেন রামনবমী নিয়ে একাধিক বৈঠক করেছেন তিনি। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অতীতে অনেক গন্ডগোল ঘটেছিল। সেই ঘটনাগুলি যাতে আর না ঘটে সেই কারণেই সতর্ক করেছে লালবাজার।
সূত্রের খবর এই শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল এমনিতেই উত্তপ্ত হয়ে আছে। সেই কারণেই আগে থেকেই সতর্ক হয়েছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বছর কয়েক ধরেই শহরের বিভিন্ন ধর্মীয় স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেই ক্যামেরা গুলো এখন কি অবস্থায় আছে সেগুলোই খতিয়ে দেখছি পুলিশ। সিসি ক্যামেরার প্রয়োজন হলে অতিরিক্ত ক্যামেরা বসানো হবে এমনটাই জানা গেছে।