
নিজস্ব প্রতিনিধিঃ অযোধ্যায় নির্মীয়মাণ মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা কেন? আপত্তি তুলেছেন চার শঙ্করাচার্য সহ অনেক সাধু-মহন্তও। এবার সেই তালিকায় নাম জুড়ল বীর সাভারকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মদনমোহন মালব্যের অখিল ভারতীয় হিন্দু মহাসভার। রামমন্দির উদ্বোধন বয়কটের ডাক দিল ঐতিহাসিকভাবে স্বীকৃত হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠনটি। ২২ জানুয়ারির অনুষ্ঠানকে সরাসরি ‘রাজনৈতিক সার্কাস’ বলেও আক্রমণ করেছেন মহাসভার সভানেত্রী রাজ্যশ্রী চৌধুরী। এমনকী মন্দিরের দ্বারোদ্ঘাটন বা রামলালার প্রাণপ্রতিষ্ঠা নিয়ে মামলা করার কথাও ভাবছেন তিনি। হিন্দু মহাসভার উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তে তুমুল শোরগোল শুরু হয়েছে গেরুয়া মহলে।