
জয়ন্ত সাহা, রানীগঞ্জঃ শনিবার আসানসোলের রানীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক কে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে।এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোট পেয়েছেন। আক্রান্ত প্রধান শিক্ষক প্রতীম চট্টোপাধ্যায় বলেন স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মন্ডল ক্লাস নিতে যায়নি সেই নিয়ে ঘটনার সূত্রপাত।এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মন্ডলের স্বামী তথা ওই স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ এরপর বিজয় দাস তার আঙুল মচকে দেয়।