
স্পোর্টস ডেস্ক :একটা সময় বলেছিলেন, ‘বিশ্বকাপ জিততে না পারলে বিয়েই করবেন না’! বক্তা ছিলেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। কিন্তু কালের নিয়ম! আফগান দেশের মোস্ট ব্যাচেলর তকমা ঘুচল রশিদেরও। সবাইকে অবাক করে দিয়ে শুভ কাজ সেরে ফেললেন আফগান তারকা এই লেগস্পিনার। তবে কাকে তিনি বিয়ে করেছেন, তা সম্পর্কে কিছুই জানাননি। জানা গেছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হোটেলে বিয়ের অনুষ্ঠানপর্ব সেরেছেন। উল্লেখ্য, বিশ্বকাপ জিততে না পারলেও এবারের টি২০ বিশ্বকাপে আফগান দল তাঁর নেতৃত্বেই প্রথমবারের জন্য সেমিফাইনালে উঠেছিল।