
জয়ন্ত সাহা, ওঙ্কার বাংলা: রেশনের সামগ্রীতে মাল কম দেওয়ার অভিযোগে উত্তাল আসানসোলের কুলটি এলাকা। শনিবার রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।
স্থানীয় গ্রাহকদের দাবি, অভিযুক্ত রেশন ডিলার রোহিত বলোদিয়া গ্রাহকদের মাল কম দিচ্ছিলেন। বিভিন্ন সামগ্রী পরিমাণে কম দেওয়ার ও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে রেশন ডিলারের বিরুদ্ধে। অবশেষে শনিবার অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
অন্যদিকে রেশন ডিলার রোহিত বলোদিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী দেওয়া হয় গ্রাহকদের। ইচ্ছাকৃতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তাঁর পাল্টা অভিযোগ, স্থানীয় কাউন্সিলারের ভাই লোকজন নিয়ে তাঁর উপর হামলা করেছে এবং মারধর করেছে। যদিও কাউন্সিলরের ভাই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।