
অনুসূয়া সিনহা, আসানসোল: কমিশন বাড়ানো সহ একাধিক দাবিতে মঙ্গলবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে রেশন ধর্মঘট । আগামী ১৬ই জানুয়ারি রয়েছে সংসদ ভবন অভিযান কর্মসূচি । সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মঙ্গলবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে মঙ্গলবার পথে নামেন রেশন ডিলাররা। ১১ দফা দাবিকে সামনে রেখে প্রতিবাদে সামিল হয়েছেন তারা।প্রসঙ্গত মঙ্গলবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবন থেকে একটি মিছিল করেন রেশন ডিলাররা।