
স্পোর্টস ডেস্ক :বিস্ফোরক রবি শাস্ত্রী। প্রাক্তন ভারতীয় কোচ রোহিতের পাশে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্স সমালোচনা করে বললেন, “আইপিএল-এর ইতিহাসে সফলতম অধিনায়ককে কোনও এক দুর্বোধ্য কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হলো। এবছর তাঁকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হচ্ছে। অথচ উল্টো দিকে রোহিতের ভূমিকা দেখুন। সারাক্ষণ চেষ্টা করছে দলের ছেলেদের উজ্জীবিত রাখতে। পেপ টক দিচ্ছে। দলের জন্য সর্বদা প্রস্তুত একটি ক্রিকেট নিবেদিত প্লেয়ার।”
২০২৪ সালে হঠাৎ রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে দেয় এম আই ম্যানেজমেন্ট। চমকে ওঠে পুরো ক্রিকেট মহল। হার্দিককে অধিনায়ক করার পর গত আইপিএল-এ মুখ থুবড়ে পড়ে এমআই। এবার তাঁর ব্যতিক্রম হবে , এমন ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। শেষ তিনটে ম্যাচের মধ্যে দুটোই হেরেছে তারা।