
গোপাল শীল, রায়দিঘিঃ বন্ধন ব্যাংক থেকে ফোন করছি! আপনার কাছে কি কখনো এমন ফোন আসে? তবে সতর্ক হোন আপনিও। কারণ আবারও প্রতারণার শিকার এক গৃহবধূ। প্রতারণার ফাঁদে পড়ে খোয়ালেন ২৫ হাজার টাকা। প্রসঙ্গত, পলি ভান্ডারী নামে এক গৃহবধুর কাছে একটি ফোন আসে এবং তাকে প্রতারক বলে, আমি বন্ধন ব্যাংকের ম্যানেজার বলছি। আপনার kyc আপডেট করতে হবে এবং অন্যদিকে, পলি ভান্ডারীর যে ফিক্স ডিপোজিট করা আছে, তার নমিনি ওই গৃহবধূর মা। সেই প্রতারক গৃহবধূর মায়ের নামও বলে, এবং যে এজেন্টের কাছে ওই গৃহবধূ ফিক্স ডিপোজিট করেছে সেই এজেন্টের নামও বলে ওই প্রতারক, ফোন করে কথা বলতে বলতে বলে যে আপনার বই চালু হয়ে গিয়েছে,OTP গিয়েছে OTP দিতে হবে। অভিযোগকারিণী পলি ভান্ডারীর চোখের সমস্যা থাকার কারণে OTP দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ২৫ হাজার টাকা কেটে নেয় পলি ভান্ডারীর একাউন্ট থেকে। এই ঘটনায় সোমবার দিন রায়দিঘী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পলি ভান্ডারী, ইতিমধ্যে রায়দিঘী থানার পুলিশ তদন্ত শুরু করেছে।