
ওঙ্কার ডেস্ক: বাজারে এখনও ৬৩৬৬ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট রয়ে গিয়েছে বলে জানাল রুজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মঙ্গলবার আরবিআই জানিয়েছে যে, ২০০০ টাকার নোটের ৯৮.২১শতাংশ ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে এসেছে। জনসাধারণের কাছে এখনও ৬৩৬৬ কোটি টাকার এই নোট রয়ে গিয়েছে বলে জানিয়েছে আরবিআই।
উল্লখ্য, ২০২৩ সালের ১৯ মে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা করে। ওইদিন লেনদেন শেষ হওয়ার সময় বাজারে থাকা ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল ৩.৫৬লক্ষ কোটি টাকা। গত ৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত সকল ব্যাঙ্ক শাখায় দুই হাজার টাকার নোট জমা অথবা বিনিময়ের সুবিধা পাওয়া যেত। তবে যারা সে সময় নোট বদলাতে পারেননি তাদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক ১৯টি ইস্যু অফিসে এখনও এই সুবিধা দিয়ে রেখেছে। এছাড়াও, সাধারণ মানুষ দেশের যে কোনও পোস্ট অফিস থেকে ২০০০ টাকার নোট ইন্ডিয়া পোস্টের মাধ্যমে যে কোনও রিজার্ভ ব্যাঙ্ক অফিসে পাঠাতে পারবেন।
গত ১৯ মে, ২০২৩ এ ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই নোট প্রত্যাহারের কথা ঘোষণা করার সময় বাজারে থাকা ২০০০ এর নোটের পরিমাণ ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা।২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে, এই সংখ্যা অনেকটাই কমে ৬৩৬৬ কোটি টাকা হয়েছে। অর্থাৎ, বাজারে বর্তমানে মাত্র ১.৭৯ শতাংশ ২০০০ টাকার নোট রয়েছে ৷