
স্পোর্টস ডেস্ক :দীর্ঘ চার বছর পর কলকাতা লেক ক্লাবে আবার বসছে সর্ব ভারতীয় আন্তঃস্কুল রেগাটা। আগামী ২ জুন থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। বছর দুয়েক আগে রোয়িং করার সময়ে দুই রোয়ারের মৃত্যুর পর কিছুটা ভাটা পরে ছিল রোয়িংয়ে।
এ ছাড়া অতিমারির কারণে বন্ধ ছিল এই স্কুল রেগাটা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে লেক ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এ বছর ৩০টি স্কুলের ১৫০ জন প্রতিযোগী এই স্কুল অংশ নেবে।
জুনিয়র বয়েজ, জুনিয়র গার্লস, সিনিয়র বয়েজ, সিনিয়র গার্লস- এই চারটি বিভাগ রাখা হয়েছে। ফাইনাল ৯ জুন। এ বারের প্রতিযোগীতার জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। লেক ক্লাবের বক্তব্য, নতুন প্রতিভা তুলে আনার জন্যই এই স্কুল রেগাটা প্রতিযোগিতা করা হচ্ছে