
ওঙ্কার ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন রেখা গুপ্তা। মুখ্যমন্ত্রিত্ব ছাড়াও আরও ১০টি দফতর রেখার হাতে রয়েছে। রেখা ছাড়া আরও ছয় জন শপথ নিয়েছেন মন্ত্রী হিসেবে। তাঁদের কার হাতে কোন কোন দফতর বন্টন করা হয়েছে?
বৃহস্পতিবার দায়িত্ব বন্টনের পর জানা যায় রেখা গুপ্তার হাতে রয়েছে অর্থ, পরিকল্পনা, প্রশাসন, নারী ও শিশু কল্যাণ, পরিষেবা, রেভিনিউ, ভূমি এবং নির্মাণ, তথ্য এবং প্রচারণা, ভিজিল্যান্স, প্রশাসনিক সংস্কার। রাজধানীর উপমুখ্যমন্ত্রী করা হয়েছে পরবেশ ভার্মাকে। তাঁর হাতে দেওয়া হয়েছে পূর্ত, আইনসভা বিষয়ক, জল, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ এবং গুরুদ্বার নির্বাচন সংক্রান্ত দফতর। কপিল মিশ্রকে দেওয়া হয়েছে আইন ও বিচার, শ্রম, কর্মসংস্থান, উন্নয়ন, শিল্প এবং সংস্কৃতি, ভাষা, পর্যটন দফতর। মনজিন্দর সিং সিরসাকে দেওয়া হয়েছে তিনটি দফতর। সেগুলি হল খাদ্য এবং সরবরাহ, অরণ্য ও পরিবেশ, বাণিজ্য। রবীন্দ্র কুমার ইন্দ্রাজকে দেওয়া হয়েছে সমাজকল্যাণ, এসসি এসটি কল্যাণ বিষয়ক, সমবায় এবং নির্বাচন।
রাজধানীর স্বরাষ্ট্র দফতেরর দায়িত্ব দেওয়া হয়েছে আশিষ সুদকে। এছাড়াও তাঁর হাতে দেওয়া হয়েছে আরও পাঁচটি দফতরের দায়িত্ব। সেগুলি হল পাওয়ার, নগরোন্নয়ন, শিক্ষা, উচ্চশিক্ষা, ট্রেনিং এবং কারিগরি শিক্ষা। পঙ্কজ কুমার সিংকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, পরিবহন এবং তথ্য প্রযুক্তি।