
ওঙ্কার ডেস্ক: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন রেখা গুপ্ত। এদিন সকাল ১০টা থেকে রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দুপুর ১২টা ৩৫ নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে শপথ বাক্য পাঠ করাবেন।
সূত্রের খবর, রাজধানীর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার ব্যক্তি উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এনডিএ-এর শরিক দলগুলির মুখ্যমন্ত্রীরাও এদিন থাকবেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন একাধিক বলিউড তারকা এবং শিল্পপতি। সূত্রের খবর, এদিন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন গায়ক কৈলাশ খের। আমন্ত্রণ জানানো হয়েছে, বিভিন্ন দেশের কূটনীতিবিদদের। এছাড়াও থাকবেন বাবা রামদেব, স্বামী চিদানন্দ, বাবা বাগেশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী এবং অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বরা।
অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে হারিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ৪৮ আসনে জয়ী হয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, আপ পেয়েছে মাত্র ২২টি আসন। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতীশি মারলেনার পর রেখা গুপ্ত দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। বিজেপির টিকিটে শালিমার বাগ বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন।