
স্পোর্টস ডেস্ক :আরজিকরের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখল হয় ১৪ অগাস্ট। গোটা শহর আন্দোলনে শামিল হয়। যে আন্দোলন সেদিন রাতে আরজিকরের দুষ্কৃতী হামলাও মোর ঘোরাতে পারেনি। এবারে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। এদিন নিউটাউনে সৌরভ আর ডোনা মেয়ে সানার লন্ডনের অফিসের এক অনুষ্ঠান হয় কলকাতার নিউটাউনে। সেখানে ডোনা গঙ্গোপাধ্যায় জানালেন, খুবই নক্কারজনক ঘটনা। দোষীদের শাস্তির দাবিতে।সে দিন আমরাও ঠিক করেছিলাম পথে নামব। কিন্তু সানার হঠাৎ ডিহাইড্রেশন হয়। বমি করতে শুরু করে। তাই আমাদের আর রাস্তায় নামা হয়নি। ভবিষ্যতে এমন আন্দোলন হলে থাকার চেষ্টা করব।’