
ইন্দ্রানী চক্রবর্তী : সোমবার বিকাল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে দশ জনের প্রতিনিধি নিয়ে বিকাল সাড়ে চারটের মধ্যে নবান্ন পৌঁছাতে হবেই। নবান্নের এই দিনের বৈঠক হবে সংক্ষিপ্ত, মাত্র ৪৫ মিনিটের বৈঠক হবে দুপক্ষের। এই নিয়ে সোমবার দুপুরেই অনশনমঞ্চে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের মধ্যে।
কী জানালেন তাঁরা?
রবিবারের ইমেলে যাবতীয় দাবি খোলসা করেই মুখ্য সচিবকে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সাথে অনশন তোলার বিষয়ে ইমেলে কথা না হলেও এটা স্পষ্ট ছিল বৈঠকের এই শর্তে নিমরাজি তাঁরা। এছাড়াও এই হুঁশিয়ারি তারা বহাল রেখেছেন যে আজ যদি মিমাংসা না হয় তবে কাল, অর্থাৎ মঙ্গলবার ধর্মঘট অবধারিত। বৈঠক প্রসঙ্গে সোমবার সকালে ধর্মতলার অনশনমঞ্চ থেকে অনশনকারী সায়ন্তনী ঘোষ হাজরা বলেন, “আশা আছেই বলেই আমাদের প্রতিনিধিরা নবান্নে বৈঠকে যাচ্ছেন। বৈঠকের আগে কোনও নেতিবাচক মন্তব্য আমরা করতে চাই না। মুখ্যমন্ত্রীর উপর আমাদের আস্থা আছে। ন্যায়বিচারের সঙ্গে আমাদের ১০ দফা দাবির যোগসূত্র রয়েছে। আমরা সাত-আট জন ছাড়া সকলেই কাজ করছেন। পরিষেবা চালু আছে। পরিষেবা কখনও ব্যাহত হচ্ছে না। ফলে আমরা আশাবাদী হয়ে বৈঠকে যাব।”
আজ মিটিং-এ জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে শর্ত মোতাবেক ১০ জনের প্রতিনিধিদলই বৈঠকে যাচ্ছেন কি না সে বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও এটা নিশ্চিত যে নির্ধারিত সংখ্যা বা তার কিছু মাত্র বেশি সংখ্যক প্রতিনিধিরা যাচ্ছেন। তাঁরা সঠিক সময়েই পৌঁছাবেন বলে জানিয়েছেন। তাঁরা চান মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হোক গঠনমূলক। ‘অধিক সন্ন্যাসী’ থাকলে ‘গাজন’ নষ্ট হতে পারে বলে অনেকে মনে করছেন। এছাড়া যেহেতু বৈঠকে আলোচনার সময় কম তাই প্রতিটা মুহুর্তে কিভাবে অল্প কথায় দাবি স্পষ্ট করে তুলে ধরা যায় তা নিয়েও আজ দুপুরের জিবিতে আলোচনা করেছেন জুনিয়র ডাক্তাররা।