
ওঙ্কার ডেস্ক : আর জি করকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের. এর জেরে ব্যাপক প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায়. জেলায় জেলায় ধরা পড়ছে রোগী ভোগান্তির ছবি.
বুধবার সকাল থেকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ। সাংবাদিকদের দেখে কয়েক ঘণ্টা পর আউটডোরের টিকিট কাউন্টার খুলতে দেখা যায়। চিকিৎসা করাতে আসা মানুষজন বলছেন, তাদের চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সকাল থেকে।
যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন,”রোগীদের পরিষেবা দিয়েই আমাদের প্রতিবাদ চলছে। আউটডোর বন্ধ থাকলেও জরুরি বিভাগ চালু থাকছে এবং জরুরী বিভাগেই আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের চিকিৎসা করা হবে।”
একই অবস্থা বারুইপুর হাসপাতালে. হাসপাতালের সুপার জানিয়েছেন, শুধু ওপিডি বন্ধ রয়েছে. ইমারজেন্সি বিভাগ খোলা রয়েছে। কোনো ইমারজেন্সি রোগী যাতে ফিরে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে।
গোটা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবাও বন্ধ রয়েছে. সকাল থেকেই দরজা বন্ধ টিকিট কাউন্টারের। ফলত, বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ।
প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা. তার মাঝেই এবার ওপিডি বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের. সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বন্ধ থাকবে ওপিডি.