
তামসী রায় প্রধান, কলকাতাঃ আরজি কর কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের নাম। তিনি বলেন, ‘‘কোনও নির্দোষ যেন শাস্তি না পায়। ধনঞ্জয়ের ঘটনায় যা হয়েছিল, তা যেন আর না হয়। মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল। তিনি এখন বিলাপ করেন। মেরে ফেলার হুমকি দিয়ে তাঁকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল।’’
প্রসঙ্গত, তিন দশক আগের হেতাল পারেখ নৃশংসভাবে ধর্ষণ ও খুন হন। হেতাল পারেখকে ধর্ষণ করে খুনের অভিযোগে ২০০৪ সালে ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “ধনঞ্জয় ভট্টাচার্যের কেস মনে আছে তো? যে সাক্ষী দিয়েছিল, সে এখন বলছে, আমি পাপ বোধ করছি। আমাকে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিল সিপিএম। আমরা সেটা চাই না। তাই তদন্তের আগে কাউকে জোর করে দোষী প্রমাণ করা হোক, সেটা আমি চাই না।”
প্রাক স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেন, “আপনি দোষী লোককে ফাঁসি দিন, হাজারটা দোষী লোককে ফাঁসি কাঠে চড়িয়ে দিন, কিন্তু একজন নির্দোষকে যেন শাস্তি না দেওয়া হয়, সেটা মাথায় রাখবেন। পাশবিক অত্যাচারে আমরাও ফাঁসি চাই। কিন্তু মৃত্যুর নামে রাজনীতি বরদাস্ত করব না।”