
রাজমোহন ঝা, কলকাতা : আর জি কর হাসপাতালের তদন্তে কলকাতা এসে পৌঁছাল সিবিআইয়ের বিশেষ দল। 7 জনের বিশেষ প্রতিনিধি দল বুধবার সকালে কলকাতায় এসে পৌঁছায়। সূত্রের খবর এই দলের মধ্যে ফরেনসিক এক্সপার্ট এবং মেডিকেল অফিসার রয়েছেন,এবং তারা প্রথমে আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে আসবেন । তার আগে কেস টেকওভারের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হবে।
উল্লেখ্য আর জি করের চিকিৎসকের যৌন নির্যাতন-খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় পুলিশ এবং হাসপাতালের ভূমিকা সন্তোষজনক নয়। পুলিশ আদালতে যে কেস ডায়েরি জমা দিয়েছিল তাতেও সন্তুষ্ট নয় হাই কোর্ট। সেজন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হল। হাই কোর্ট জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণে হবে এই তদন্ত।