
স্পোর্টস ডেস্ক :ফের আরজিকর ইস্যুতে সরব সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তার মেয়ে সানা বন্দোপাধ্যায়ের লন্ডনের অফিসের এক অনুষ্ঠানে সৌরভ বললেন,’আগেও বলেছিলাম যে এটা ভয়ঙ্কর ইস্যু। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখা হয়েছে। এখন আন্দোলন অনেকটা এগিয়েছে। সিবিআই এবার দায়িত্ব নিয়েছে। তদন্তভার নিয়েছে তাঁরা। এই ঘটনা ভীষণই লজ্জাজনক। আশা করব সিবিআই যাঁরা তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করতে পারলে কড়া শাস্তি দেওয়া উচিত। যাতে পরবর্তী সময়ে এরকম কিছু করার আগে মানুষ বারবার ভাববে।” সৌরভ গত সপ্তাহে বলেন দোষীদের কড়া শাস্তি দিতে হবে আর কলকাতা নিরাপদ শহর। সেই বিষয়েই সৌরভ বলেন তার বক্তব্য ভুল বাখ্যা হয়েছে। সৌরভ কি রাস্তায় নামবেন আরজিকর ইস্যুতে! তার কথায় দেখা যাক।’