
নিজেস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসক পড়ুয়ারা। তাঁদের সঙ্গে শামিল হয়েছে সিনিয়র চিকিৎসকদের একটি বড় অংশ থেকে নার্সিং স্টাফেরা। বঙ্গ জুড়ে চিকিৎসা পরিষেবা ব্যহত। আন্দোলনকারীদের দাবি বিচার চাই। দোষীদের শাস্তি চাই। নিরাপত্তা চাই। এবার ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিল আরজি করের তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে ঘটনার তিব্র নিন্দা করে এক প্রেস বিবৃতি প্রকাশ করল। আন্দোলনকারীদের আবেদন করলেন, চিকিৎসা ব্যবস্থা সচল করার জন্য।
ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, ডাঃ সুদীপ্ত রায়, বিবৃতিতে জানিয়েছেন, আরজি করে ঘটে যাওয়া ঘটনায় তারা মর্মাহত এবং শোকস্তব্ধ। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে বিবৃতিতে জানিয়েছেন, রাজ্য প্রশাসনের ওপর তাঁদের ভরসা আছে। কাউন্সিলের বিশ্বাস, মুখ্যমন্ত্রীর তৎপরতায় তাঁদের সহকর্মী মৃত তরুণী চিকিৎসকের পরিবার দ্রুত ন্যায় বিচার পাবে।
আন্দোলনকারী পড়ুয়া এবং চিকিৎসকদের অনির্দিষ্ট কালের কর্মবিরতির ফলে সকারারি চিকিৎসা ব্যবস্থা প্রায় স্তব্ধ, সমস্যায় পরছেন সাধরণ মানুষ। কাউন্সিলের সভাপতি, ডাঃ সুদীপ্ত রায়ের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখুন, সকলে কাজে যোগ দিন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনুন।