
রাজ মোহন ঝাঁ, স্টললেকঃ আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সন্দীপকে মাঝরাস্তা থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রে দাবি, রাত সাড়ে ৯টা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিয়াই গোয়েন্দারা। রাত দেড়টা নাগাদ সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার সকালে আবার সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্দীপ একটিই কথা বলেন, ‘আমি তদন্তে সহযোগিতা করছি। দয়া করে প্রচার করবেন না যে, আমাকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু নথি নিয়ে তাঁকে সিজিওতে ঢুকতে দেখা গিয়েছে।