
স্পোর্টস ডেস্ক :আসন্ন টি-২০ বিশ্বকাপের দল থেকে রিঙ্কু সিংয়ের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠছে। বোর্ডের নির্বাচক মণ্ডলীর এই সিদ্ধান্ত মানতে পারেনি ক্রিকেট বিশেষজ্ঞরা। চারজন স্পিনার নেওয়া হয়েছে। সবাইকে অবাক করে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। ফর্মের ধারেকাছে না থাকা হার্দিক পাণ্ডিয়াও দলে আছে। কিন্তু রিঙ্কুর ওপর কেন কোপ পড়ল? এর জন্য কেকেআরের তারকার কোনও দোষ দেখছেন না অজিত আগরকর। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে এসে বোর্ডের নির্বাচক প্রধান জানিয়ে দিলেন, পরিস্থিতির শিকার রিঙ্কু সিং। এককথায়, দুর্ভাগ্যজনক। দাবি, বাদ পড়ার পেছনে তাঁর কোনও দোষ নেই। আগরকর বলেন, “এটাই আমাদের কাছে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। ওর কোনও দোষ নেই। ওর কোনও খামটিতে ও বাদ পড়েনি। ও পরিস্থিতির শিকার। নেহাতই দুর্ভাগ্যজনক। এমনকী শুভমন গিলের মতো প্লেয়ারও দলে জায়গা পায়নি। ওর মতো একজন দুর্দান্ত ব্যাটারকে দলের বাইরে থাকতে হবে। আমরা স্পিনারের সংখ্যা বাড়াতে চেয়েছিলাম। দু”জন উইকেটকিপার নেওয়া হয়েছে। আমাদের মনে হয়েছিল আরেকজন বোলার ভাল বিকল্প হবে। সেই বাড়তি স্পিনার নিতে গিয়েই ও বাদ পড়েছে। জানি ওর জন্য খুবই কঠিন সিদ্ধান্ত। তবে দিনের শেষে আমাদের ১৫ জনকে বেছে নিতে হতো।”