
স্পোর্টস ডেস্ক :দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। আইপিএলের মঞ্চে একটানা বাল পারফর্ম্যান্স দেখিয়ে এবার ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে প্রথম ম্যাচেই হয়ত অভিষেক হতে চলেছে রিঙ্কু সিংয়ের। দেশের জার্সিতে ৩৫ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন তিনি। হোটেল রুমে গিয়ে সেই জার্সি যখন প্রথমবার দেখেছিলেন রিঙ্কু সিং, নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচের আগেপ দিন সেই আবেগের কথাই বারবার উঠে এল তাঁর মুখে।কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম থেকেই রিঙ্কু সিংকে ভারতীয় দলে রাখার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। সেটাই অবশেষ হয়েছে। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হতে চলেছে এই তরুণ ক্রিকেটারের। দেশের জার্সিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিঙ্কু সিং। বহু কাঙ্খিত সেই ভারতীয় দলের জার্সি দেখেই এবার আবেগতাড়িত হয়ে পড়লেন রিঙ্কু সিং। ৩৫ নম্বর জার্সিই গায়ে উঠতে চলেছে রিঙ্কু সিংয়ের।