
স্পোর্টস ডেস্ক :গত আইপিএলে গুজরাট টাইটন্স ম্যাচে শেষ ওভারে জস দয়ালকে এক ওভারে ৫ টি ছয়। আর সেই ইনিংসের পরেই তার জীবন বদলে যায় বললেন কেকেআরের বাঁ হাতি ব্যাটার রিঙ্কু সিং। এদিন রিঙ্কু জানান,“ওই পাঁচটি ছয় আমার জীবন বদলে দিয়েছে। লোকে আমাকে চিনত, তবে খুব একটা নয়। কিন্তু পাঁচ ছক্কার ঘটনার পর এখন প্রচুর মানুষ আমাকে চেনেন। এই অনুভূতিটা সুন্দর।” জাতীয় দলে ডাক পাওয়ার পর পরিবারের প্রতিক্রিয়া জানিয়েছেন রিঙ্কু। তিনি বলেন, “আমার পরিবার ভীষণ খুশি। ওরা বলছে, তোকে দেশের হয়ে খেলতে দেখতে চাই। জাতীয় দলে ডাক পাওয়ার পর সবাই খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিল। সবই ওই স্পেশাল ইনিংসের জন্য। ওটার জন্যই লোকে আমাকে নিয়ে আলোচনা করে।” এশিয়ান কাপের ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন রিঙ্কু।