
স্পোর্টস ডেস্ক :নিজের প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে রিঙ্কু সিং। প্রথমে আইপিএল তারপর দেশের মাটিতে নিজের জাত চেনান ব্যাট হাতে। এবারে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে রিঙ্কু জানালেন,, “আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনারা জানেন যে এটাই আমার ক্রিকেটযাত্রার শেষ বছর। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে পরের বছরই অবসর নেব। প্রথম অনুশীলন শুরু হল আজ থেকেই। চেয়েছিলাম মাঠে গিয়ে অনুশীলন করতে। কিন্তু পরিস্থিতির কারণে ইনডোরে অনুশীলন করতে হচ্ছে।”দক্ষিণ আফ্রিকার পরিবেশ একেবারেই আলাদা। আজ আমি এখানে ব্যাটিং করলাম। বুঝতে পারলাম এখানে উইকেটে অতিরিক্ত বাউন্স রয়েছে। যা সাধারণত ভারতে থাকে না। এবং এখানে গতি সম্পন্ন উইকেট। আমি সেই গতির সঙ্গে তাল মিলিয়ে খেলার চেষ্টা করব।’
৫ নম্বর পজিশনে খেলা নিয়ে রিঙ্কু বলেন, ‘২০১৩ সাল থেকে আমি উত্তর প্রদেশের হয়ে খেলেছি। আমি সব সময় ৫ নম্বরেই ব্যাট করতাম। ওই পজিশনে ব্যাট করা কঠিন। কারণ তার আগে কয়েকটা উইকেট পড়ে যায়। তখন একটা পার্টনারশিপ গড়া প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমি নিজের মনোবল বাড়ানোর সবসময় চেষ্টা করতাম। আমি, রবি বিষ্ণোই, আবেশ খান, জীতেশ শর্মা, কুলদীপ যাদব একসঙ্গে থাকি। এক সঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ।’