
স্পোর্টস ডেস্ক : ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল তরুণ লেখক ঋষভ রায়ের বই, ‘আ গেম অফ হাভস।’ প্রকাশনায় এক্সেলার বুকস। লেখক ছাড়াও বৃষ্টিভেজা বিকেলে অনুষ্ঠানে হাজির ছিলেন মহামেডান ক্লাবের সচিব ইস্তিয়াক আহমেদ (রাজু), ফুটবল সচিব ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, ক্রীড়া সাংবাদিক অনিলাভ চট্টোপাধ্যায় ও সিএসজেসি ক্লাবের প্রেসিডেন্ট শুভেন রাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুদীপ্ত ঘোষ।
বাংলা তথা ভারতীয় ফুটবলের ইতিহাসের জীবন্ত দলিল ফুটে উঠেছে দুই মলাটে। সেখানে যেমন জায়গা পেয়েছে কলকাতার তিন প্রধান, তেমনই দেশের অন্যান্য ক্লাবের কথাও ফুটিয়ে তুলেছেন লেখক। যা তাঁর পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল। অনুষ্ঠানে ইস্তিয়াক, দীপেন্দু, শুভেন, অনিলাভরা লেখককে প্রশংসার পাশাপাশি ভারতীয় ফুটবলের সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা করেন।