
স্পোর্টস ডেস্ক :চোটের জন্য দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। সবকিছু ঠিকঠাক চললে এবারের আইপিএল দিয়েই মাঠে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার। তার আগেই অবশ্য আইপিএলের মঞ্চে দেখা যেতে চলেছে ঋষভ পন্থকে। মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের নিলাম টেবিল উপস্থিত থাকবেন ঋষভ পন্থ। আর তাতেই উচ্ছ্বসিত ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। নিলামের মঞ্চে এই প্রথমবার সবকিছু সামনে থেকে দেখার অভিজ্ঞতা হবে তাঁর। সেখানেই উপস্থিত হওয়ার জন্য উচ্ছ্বসিত হয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার।
আইপিএলের মিনি নিলাম নিয়ে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে। সেখানেই শেষপর্যন্ত কোন দল বাজিমাত করে তা তো সময়ই বলবে। সেই নিয়ে নানান হিসাব নিকাশ চলচে ক্রিকেট মহলে। সেই নিলামের মঞ্চেই উপস্থিত থাকতে চলেছেন ঋষভ পন্থ। সেখানে বসার জন্যই উচ্ছ্বসিত হয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটা। একইসঙ্গে এটাই যে ঋষভ পন্থের মাঠে ফেরারও একটা ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না। একমাত্র অধনায়ক হিসাবে এবার তিনিই আইপিএলের নিলামে উপস্থিত থাকতে চলেছেনঋষভ পন্থ জানিয়েছেন, উত্তেজনা এমন একটা জিনিস যাকে সবসময়ই আমি নিয়ন্ত্রন করতে চাই। কারণ যখনই নতুন কিছু করতে যাই সেঅই সময় বাড়তি উত্তেজনাটা থাকাটা স্বাভাবিক। এটাই আমার প্রথমবার। এখান থেকেও আমি অনেক কিছু শিখতে চাই। কারণ এখানে যেটাই হতে চলেছে সেটা যথেষ্ট আকর্ষণীয় হবে। কারণ এই সম্বন্ধে সেভাবে আমার কোনও ধারণা নেই। বহু মানুষ এর আগে এখানে থেকেছেন। কিন্তু এই অংশ হতে পেরে আমার ভালই লাগছে।