
স্পোর্টস ডেস্ক : দলীপ ট্রফি খেলতে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর এবার লাল বলের ক্রিকেটে অভিযান শুরু হবে গৌতম গম্ভীরের। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগে ঘরোয়া ক্রিকেটের গুরুত্বের কথা আলাদা করে উল্লেখ করেন ভারতের নতুন কোচ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে গম্ভীর চান, ভারতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলুক। একটি রিপোর্টে বলা হয়েছে, শুভমন গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজাদের দলীপ ট্রফিতে দেখতে চান গম্ভীর। এমনকী রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকেটারদেরও খেলার অনুরোধ করেন তিনি।
শুভমন গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়েসওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবদের দলীপ ট্রফিতে খেলতে বলা হয়েছে। তবে এই তালিকা থেকে মাত্র একজনকে বাদ দেওয়া হয়েছে। তিনি যশপ্রীত বুমরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাঁকে লম্বা বিশ্রাম দেওয়া হয়েছে। দলীপ ট্রফির দল বাছাইয়ের সময় বিরাট এবং রোহিতের নামও বিবেচনা করা হবে। ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ঈশান কিষাণও। অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু। তার আগে ৫ সেপ্টেম্বর দলীপ ট্রফি শুরু। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলার সম্ভাবনা কম বুমরার। প্রত্যাবর্তন হতে পারে মহম্মদ সামির। পরের চার মাসে ১০টি টেস্ট খেলবে ভারতীয় দল।