
স্পোর্টস ডেস্ক :বিরাট কোহলির পর রোহিত শর্মাও জানিয়ে দিলেন, টি২০ আন্তর্জাতিকে আর খেলবেন না। টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীর রেকর্ড দখলে নিয়েই থামলেন হিটম্যান।রোহিত ফাইনালের পর প্রেস কনফারেন্সে বলেন, এটা আমার শেষ টি২০ আন্তর্জাতিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার এর চেয়ে ভালো মুহূর্ত হতে পারে না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই ফরম্যাট দিয়েই দেশের হয়ে আমার খেলা শুরু (২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে)। আমি কাপ জিততে চেয়েছিলাম, সেটা হয়েছে বলে ভালো লাগছে.রোহিতের কথায়, এই কাপ জিততে মরিয়া ছিলাম। কতটা তা ভাষায় প্রকাশ করতে পারছি না। ফলে এখনকার সময়টা আমার কাছে খুবই আবেগঘন। জীবনে এই খেতাবটা জিততে বদ্ধপরিকর ছিলাম। সেই সীমারেখা পার করতে পেরে খুবই খুশি।
রোহিত ভারতের একমাত্র ক্রিকেটার যিনি দুটি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০০৭ সালে সাধারণ ক্রিকেটার হিসেবে, আর এবার অধিনায়ক হিসেবে। ১৫৯টি টি২০ আন্তর্জাতিকে ৪২৩১ রান করেছেন, যা বিশ্বরেকর্ড।২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে আর দেশের হয়ে খেলছিলেন না রোহিত-বিরাট। সে কারনেই আরও প্রশ্ন উঠতে শুরু করেছিল, এই বিশ্বকাপে তাঁরা সুযোগ পাবেন কিনা। ওয়ান ডে বিশ্বকাপের আগেই বোর্ড সচিব ঘোষণা করে দেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মাই ক্যাপ্টেন থাকবেন। এ বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে খেলেন। রোহিত শর্মা একটি সেঞ্চুরিও করেছিলেন।