
স্পোর্টস ডেস্ক : ভারত অধিনায়ক রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। শোয়েব স্পষ্ট জানালেন যে রোহিতের ক্যাপ্টেন্সি নেওয়া উচিত হয়নি। এদিন আখতার নিজের চ্যানেলে জানালে,রোহিত একজন দুর্দান্ত মানুষ। কিন্তু আমি মনে করি না তার অধিনায়কত্ব নেওয়া উচিত ছিল। চাপের মধ্যে তিনি কিছুটা আতঙ্কিত হয়ে যান। তিনি সম্ভবত বিরাট কোহলির থেকেও বেশি প্রতিভাবান এবং তার কাছে সব শট আছে। কিন্তু অধিনায়কত্ব কি তার জন্য উপযুক্ত? আমি বেশিরভাগ সময় নিজেকে প্রশ্ন করি। তবে তার সাথে ঘরের দর্শক থাকবে এবং বিশ্বকাপ জেতার ক্ষমতা তার আছে।আমি ২০১৩ সালের পরে অনুভব করেছি, অধিনায়কত্ব কিছুটা অর্থহীন হয়ে গেছে। বিরাট মাঝে মাঝে অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে যেতেন। রোহিত একটু বেশি আতঙ্কিত হয়ে যেতেন। মিডিয়া খেলোয়াড়দের উপর খুব বেশি চাপ দেয়। তারা দেখায় যেন ভারত ম্যাচ হারতে পারে না। কেন পারে না? তারাও হেরে গেলে তাদের দোষ দেয়। এটা করবেন না।”