
স্পোর্টস ডেস্ক :বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুবই ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন অজিঙ্কা রাহানে। ভারতীয় দল ট্রফি জিততে না পারলেও তার তরফ থেকে চেষ্টায় কোনও খামতি ছিল না। তিনি সেই মঞ্চে ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন। এই সুন্দর পারফরম্যান্সের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। শুধু তাই নয় সহ-অধিনায়কের পদও আবার ফিরে পেয়েছেন তিনি। ১২ই জুলাই, বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটি খেলতে নামবে ভারত।
এই ম্যাচে খেলতে নামার আগে অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন অজিঙ্কা রাহানে। তিনি বলেছেন যে এই অভিজ্ঞ ভারতীয় ওপেনার সমস্ত খেলোয়াড়দের স্বাধীনতা দেন।অজিঙ্কা রাহানে বলেন, “প্রথমত, আমি তার (জয়সওয়াল) জন্য সত্যিই খুশি। সে সত্যিই খুব প্রতিভাবান খেলোয়াড়। সে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে এবং তারপর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খুব ভালো পারফর্ম করেছে। সবচেয়ে বড় কথা হল যে সে লাল বলের বিরুদ্ধেও সুন্দর ব্যাটিং করছে। গত বছর দলীপ ট্রফিতে ভালো খেলেছিল সে। তার রেকর্ড সত্যিই ভালো। তার উদ্দেশ্যে আমার বার্তা হবে যে শুধু তোমার ব্যাটিংকে প্রকাশ করো, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বেশি ভেবো না। শুধু সেখানে যাও এবং আত্মবিশ্বাসের সাথে খেলো।