
স্পোর্টস ডেস্ক :Mumbai indians অধিনায়ক না করায় রোহিত শর্মা অন্য দলে চলে যাবেন। ৫ বারের আইপিএল জয়ী ক্যাপ্টেনকে নিতে পারে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সরা। এমন খবরে আলোড়ন পড়ে যায়। তবে এদিন মুম্বই কর্তৃপক্ষ পুরো ব্যাপারটা গুজব বলে উড়িয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তার দাবি, ‘রোহিত কোথাও যাচ্ছে না। এমনকি অন্য কোনও প্লেয়ারও টিম ছাড়বে না। যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি মিথ্যে, ভিত্তিহীন। টিমের কোনও প্লেয়ার যেমন আমাদের ছেড়ে যাচ্ছে না, তেমনই মুম্বই ইন্ডিয়ান্স কোনও প্লেয়ারকে ট্রেডও করবে না।’
শোনা যাচ্ছিল, বিশ্বকাপের সময়ই নাকি হার্দিককে মুম্বইয়ে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। বিশ্বকাপ চলাকালীনই নাকি এ নিয়ে রোহিতের সঙ্গে আলোচনাও করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ। ওই কর্তা বলছেন, ‘হার্দিককে ক্যাপ্টেন করার আগে সব প্লেয়ারের সঙ্গে কথা বলা হয়েছিল। রোহিতকেও জানানো হয়েছিল সবটা। এই সিদ্ধান্ত গ্রহণ করার পিছনে কিন্তু রোহিত নিজেও ছিল।’