
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দলকে জিতিয়ে রান করে ম্যাচের সেরা ভারত অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে সমালোচনার জবাব দিলেন হিটম্যান। তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় রোহিতের লাল টেস্ট ম্যাচে ফর্ম নিয়ে চিন্তিত। এদিন রোহিত বললেন, ‘যেটা আমাকে সব চেয়ে অবাক করেছে, তা হল, গত চার-পাঁচ বছরে লাল বলের ক্রিকেটে ওর ফর্ম খুব খারাপ। ওর মতো প্রতিভা ক্রিকেটারের থেকে এটা কাম্য নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। তার আগে নিজের ফর্ম নিয়ে রোহিতের ভাবনাচিন্তা করা উচিত। ইংল্যান্ড সফর দারুণ কঠিন হতে চলেছে। অস্ট্রেলিয়ার মতোই কঠিন হবে টেস্ট খেলা। বল সিমে পড়ে মুভ করবে। সুইং করবে বল। লাল বলে রোহিতকে ভাল করতে হবে। সাদা বলের ফরম্যাটে রোহিত সেরা।’