
স্পোর্টস ডেস্ক :—-রোহিত শর্মার জায়গায় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। যখন সবাই বলছে এতে সূর্যকুমার যাদবের মত জুনিয়রদের জন্য ভালো খবর কারণ ভারতীয় দলেও রোহিত না থাকায় টি২০ অধিনায়ক হন সূর্য। কিন্তু সূর্য মোটেই খুশি নন এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয় ভাঙার ইমোজি পোস্ট করেছেন সূর্য। আর সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁর অধিনায়ককে এভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াকে মোটেঅ ভালোভাবে নেননি স্কাই। তাই এমন পোস্ট করেছেন বলে ধারণা অনেকের। রোহিত মুম্বইয়ে থাকাকালীন তাঁর ডেপুটি ছিলেন সূর্য। এ বার সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন কি না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।গত শুক্রবার থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। হঠাত্ করে রোহিত শর্মাকে সরিয়ে কেন হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। সেখানেই এবার এক নতুন তথ্য উঠে আসছে। শোনাযাচ্ছে অধিনায়ক করার শর্তেই নাকি গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফের ফিরে এসেছেন হার্দিক পান্ডিয়া। আর এই সিদ্ধান্তের কথা নাকি আগে থেকেই রোহিত শর্মাকেও জানিয়ে দেওয়া হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের তরফে।
আসন্ন আইপিএলের নিলামের আগে রেকর্ড দামে এক দল থেকে আরেক দলে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই থেকেই তাঁকে নিয়ে জল্পনাটা শুরু হয়েছিল। এরপরই গত শুক্রবার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে নানান আলোচনা। বিশেষ করে রোহিত শর্মাকে কেন সরিয়ে দেওয়া হয়েছিল তা নিয়েই চলছিল নানান কথাবার্তা। সেখানেই এবার এক নতুন তথ্য সামনে উঠে আসছে সকলের। শোনাযাচ্ছে রোহিত শর্মা নাকি আগে থেকেই জানতেন সবটা