
স্পোর্টস ডেস্ক : আসন্ন ipl মরসুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার পরিবর্তেই এবার নতুন দায়িত্ব পেলেন এই তারকা অ রাউন্ডার। আর রোহিতের উদ্দেশ্য মুম্বই ইন্ডিয়ান্স জানায়,দুর্দান্ত অধিনায়কত্বের জন্য রোহিতকে ধন্যবাদ। ২০১৩ সাল থেকে মুম্বইয়ের নেতা হিসাবে ও খুব ভাল কাজ করেছে। ওর অধিনায়কত্বে মুম্বই শুধু দুর্দান্ত সাফল্যই পায়নি, রোহিতও আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে নিজের জায়গা পাকা করেছে।’’আগামী ১৯ ডিসেম্ব হতে চলেছে এবারের আইপিএলের নিলাম। তার আগেই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে বেছে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কয়েকদিন আগেই গুজরাত টাইটান্স থেকে বিরাট অঙ্কের বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়েই এবার প্রত্যাশার পরদ চড়তে শুরু করেছে।
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকে বিরাট চাকায় গুডরাত টাইটান্স শিবিরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই বছরই প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথমবারই কার্যত সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।