
স্পোর্টস ডেস্ক :রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর থেকেই তাঁর পারফরম্যান্স নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে তাঁর ব্যাটে বড় রানের ঝলক না থাকা নিয়েই সমালোচনায় সরব হয়েছেন সকলে। সামনেই রয়েছে বিশ্বকাপের মঞ্চ। সেখানেই সকলকে সমস্ত জবাব দিতে চান ভারতীয় দলের তারকা অধিনায়ক রোহিত শর্মা। সেই মতোই যে রোহিত শর্মা প্রস্তুতি চালাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপেই রোহিত শর্মার ব্যাট থেকে সেই ঝলক দেখা যায় কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলে।
সম্প্রতি ওডিআই ফর্ম্যাটে খুব একটা ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না রোহিত শর্মা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানেও রোহিত শর্মার ব্যাটে বড় রান ছি্ল না। এবারের আইপিএলের মঞ্চেও রোহিত শর্মার পারফরম্যান্সের গ্রাফ ছিল নীচের দিকে। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার গতি আরও তীব্র হয়েছে।যতই তিনি বলুন যে বাইরের কথায় রোহিত শর্মা কান দেননা। তা যে পুরোপুরি সত্যি নয় তা এবার বোঝা যাচ্ছে। সেই কারণেই তো জবাব দেওয়ার কথা শোনা গেল হিটম্যানের মুখে। ঘরের মাঠে এই বছর শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেও বড় রানের ইনিংস খেলতে পারেননি। বিশ্বকাপের আগে তা যে বারতীয় শিবিকেও চিন্তায় রাখবে তা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মা যে নিজেও ফর্মে ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে রয়েছেন তা বলাই বাহুল্য। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতিতেই এখন ব্যস্ত রয়েছেন রোহিত শর্মা।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কেমনভাবে নিজেকে আরামে রা্খা যায় এবং বাইরের ঘটনা তেকে নিজেরে সরিয়ে রাখা যায়। সেগুলোই মাঝেমধ্যে বড় ভূমিকা নেয়। হয় ইতিবাচক নয়ত নেতিবাচকভাবে তা প্রভাব ফেলে। সমস্ত কিছুই বন্ধ করতে চাই আমি। ২০১৯ সালের বিশ্বকাপের আগে যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই ফিরে যেতে চাই।’