স্পোর্টস ডেস্ক :পুজোয় হয়ত কলকাতায় রোনাল্ডিনহো———
সামনেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। প্রতিবারই প্রায় কোনো না কোনো ক্রীড়াবিদ কলকাতায় আসেন পুজো উদ্বোধন করতে। এবার যেমন আসতে পারেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকাওই রোনাল্ডিনহোআর মূল উদ্যোগতা অতীতে মারাদোনা, ভলদেরামা, মার্টিনেজ, কাফুকে আনা শতদ্রু দত্ত। এদিন শতদ্রু জানান,আপাতত এটুকু বলতে পারি, রোনাল্ডিনহো’র ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। ওই রোনাল্ডিনহোর ম্যানেজার। পুজোর আগে রোনাল্ডিনহোকে আনার একটা পরিকল্পনা চলছে।আমরা এখন শেষ পর্যায়ের আলোচনায় রয়েছি। মূলত দিন-ক্ষণ নিয়েই আলোচনা চলছে। আমি চাইছি ১৬, ১৭, ১৮ অক্টোবর। রোনাল্ডিনহোরও কিছু কমিটমেন্ট রয়েছে। সে কারণেই তারিখ নিয়ে আলোচনা চলছে।আমরা এখন শেষ পর্যায়ের আলোচনায় রয়েছি। মূলত দিন-ক্ষণ নিয়েই আলোচনা চলছে। আমি চাইছি ১৬, ১৭, ১৮ অক্টোবর। রোনাল্ডিনহোরও কিছু কমিটমেন্ট রয়েছে। সে কারণেই তারিখ নিয়ে আলোচনা চলছে।ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবেই যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা। পাশাপাশি তাঁকে কিছুটা সময় খেলতেও দেখা যেতে পারে। ভাবনা রয়েছেন, নরেন্দ্রপুর গ্রিনপার্ক দুর্গা পুজো মণ্ডপে তাঁকে নিয়ে যাওয়ার। এই ক্লাবে কাতার বিশ্বকাপ ফাইনালের ভেনু লুসেইল স্টেডিয়ামের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ।