
ওঙ্কার বাংলা ডেস্ক: হিন্দু নির্যাতন ইস্যুতে উত্তপ্ত বাংলাদেশ । সংখ্যালঘুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ উঠেছে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত ও বাংলাদেশের মধ্যে। এই আবহে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হচ্ছে ভারতের একাধিক জায়গায়। সম্প্রতি একদল বিক্ষোভকারী আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা করে। যা নিয়ে বেশ খানিকটা অস্বস্তিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই আবহে এবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের ডাক দিল আরএসএস আশ্রিত সংগঠন সিভিল সোসাইটি অব দিল্লি। আরএসএস আশ্রিত আরও দু’শোটি সংগঠন ওই ধর্নায় অংশ নিতে চলেছে বলে জানা গিয়েছে। আগামী ১০ ডিসেম্বর এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, আরএসএস এর ডাকা ওই প্রতিবাদ কর্মসূচিতে দিল্লির সমস্ত রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাজার কমিটি, ছাত্র, শিক্ষক, চিকিৎসকদের একাংশ অংশ নেবে। শুধু তাই নয় দুর্গা পুজোর কমিটিগুলিও থাকবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ওই বিক্ষোভের আগের দিন বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশসচিব বিক্রম মিস্রী। মূলত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওই সফর। সেই আবহে আরএসএস এর ওই বিক্ষোভের ফলে ঢাকায় আবার নতুন করে উত্তেজনা ছড়াবে কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।