
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: শর্তসাপেক্ষে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ ফেব্রুয়ারি বর্ধমানের তালির সাই কমপ্লেক্সের মাঠে সভা করবেন আরএসএস প্রধান।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোহন ভাগবতের সভা নিয়ে প্রশাসনের তরফে আপত্তি জানানো হয়েছিল। সভায় মাইক বাজানোর অনুমতি দেননি বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়। হাইকোর্টের দ্বারস্থ হয় সঙ্ঘ পরিবার। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা।
মামলাকারী দেবাশিস চৌধুরীর আইনজীবী ধীরাজ ত্রিবেদী শুক্রবার আদালতে জানান, কম জায়গা নিয়ে এই সভা করা হচ্ছে। সভাস্থলের এক থেকে দু’কিলোমিটারের মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। সকাল ১১টা থেকে শুরু হয়ে সভা চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত। প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হচ্ছে না বলে আদালতে জানানো হয়। এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তাঁর সওয়ালে বলেন, ওই এলাকায় তিনটি স্কুল রয়েছে। জেনেশুনে ওই সময়ের মধ্যে কর্মসূচি আয়োজন করা হয়েছে আরএসএসের তরফে। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি বলেন, পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তা মাথায় রেখে সভা আয়োজন করতে হবে। সভায় শব্দ ন্যূনতম মাত্রায় রাখারও নির্দেশ দেন তিনি।
ভিডিও দেখুন-