
তামসী রায় প্রধান, নাগপুরঃ নাগপুর থেকে শুরু হল কংগ্রেসের পদযাত্রা হ্যায় তৈয়ার হাম। রাহুল গান্ধী বার্তা দিলেন, স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না। দেশীয় শাসকদের বিরুদ্ধেও তাঁদের সংগ্রাম।
আরএসএসের সদর দফতর নাগপুর থেকে লোকসভা নির্বাচনের আগে পদযাত্রা এবং প্রচার শুরু করল কংগ্রেস। বৃহস্পতিবার দলের ১৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এইদিনই কংগ্রেসের পদযাত্রা হ্যায় তৈয়ার হাম। এদিন বিকেলে নাগপুরের একটি সভার মাধ্যমে অনুষ্ঠানিকভাবে শুরু হয় মিছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীর মতো কংগ্রেসের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন মিছিলে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না। এটা দেশীয় রাজা এবং দেশীয় শাসকদের বিরুদ্ধেও ছিল। রাহুল আরও বলেন, স্বাধীনতার আগে ভারতের মানুষের কোনো অধিকার ছিল না, স্বাধীনতার পর কংগ্রেস অধিকার দিয়েছিল। আরএসএস কে অক্রমন করে রাহুল বলেন, আরএসএস’র মনোভাব সকলের অধিকার ছিনিয়ে নেওয়া, আমার তার পরিবর্তন চাই।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সভা ও পদযাত্রার জন্য নাগপুরকে বেছে নেওয়ার পিছনে কংগ্রেস একটি মোক্ষম রাজনৈতিক চাল দিয়েছে। যা লোকসভা ভোটের আগে অক্সিজেন দেবে কংগ্রেস কর্মী সমর্থকদের।