
স্পোর্টস ডেস্ক :
দুবছর পর আবারও কী ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা যেতে চলেছে আন্দ্রে রাসেলকে। যদিও ওয়েস্ট ইন্ডিজের তরফে সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু আন্দ্রে রাসেলের একটি মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। একইসঙ্গে চলতি সফরে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজেও খেলতে চান আন্দ্রে রাসেল। হঠাট্ই এমন ইচ্ছা প্রকাশ করেছেন এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার।
সম্প্রতি ক্রিকেটের মঞ্চে ওয়েস্ট ইঅন্ডিজের সাফল্য়ের গ্রাফটা ক্করমসি নীচের দিকে যাচ্ছে। একের পর এক ম্যাচে হার। সেইসঙ্গে বিশ্ব ক্রিকেটের সমস্ত বড় প্রতিযোগিতাতেই ব্যর্থতা ছাড়া কোনও কিছুই পাচ্ছে না তারা। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্ডন পর্ব থেকে ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে যেতে পারেনি তারা। ঠিকই একই চিত্র দেখা গিয়েছে এবার ওডিআই বিশ্বকাপের আগেও। সেখানেও ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপের মঞ্চে নেই ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় করতে পারেনি তারা। একের পর এক ্ময়াচ হেরে ক্রমশই ।যেন পিছিয়ে রপড়ছে ক্যারিবিয়ান বাহিনী।আন্দ্রে রাসেল জানিয়েছেন, “সামনেই রয়েছে ভারতীয় দলের বিরুদ্ধে সিরিজ। সেখানেই আমি ওয়েস্ট ইন্ডিেজের হয়ে খেলতে চাই। কিন্তু সেভাবে কারোর তরফ থেকেই কোনওকিছু আমাকে সেভাবে জানানো হয়নি। সেজন্য অবশ্য আমি আমার নিজের কাজই করে চলেছি। আমি যেটা করি সেটাই করছি। কঠোর প্রস্তুতি ও ট্রেনিং চালিয়ে যাচ্ছি”।
দেশের জার্সিতে শেষবার ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন আন্দ্রে রাসেল। এরপর থেকে আর তাঁকে দেখা যায়নি্। যদিও এইঅ মুহূর্তে যেকোনও ক্রিকেট লিগেই প্রথম পছন্দ এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা তারকা তিনি। বাকি অন্যান্য লিগেও আন্দ্রে রাসলেলের সাফল্য কম নেই। সেই রাসেলই এবার দেশের জার্সিতেও খেলার জন্য মরিয়া হয়ে রয়েছেন।