
ওঙ্কার ডেস্ক: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে মৃত্যু হল আরও এক ভারতীয়র। এই নিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে থাকা ১০ ভারতীয়র মৃত্যু হল৷ মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই খবরটি নিশ্চিত করেছেন৷ বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী জখম হয়েছেন আরো এক ভারতীয়। তিনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন৷
এই বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘কেরলের এক বাসিন্দার মৃত্যু হয়েছে৷ আরেকজন আহত হয়েছেন। তিনি মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন৷’ রাশিয়ার সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয়কে দেশে ফেরাতে চায় নয়াদিল্লি। বিষয়টি নিয়ে রাশিয়ার দূতাবাসেও যোগাযোগ করেছে কেন্দ্র। রণধীর জয়সওয়াল আরও জানান, ‘আমরা বারবার দাবি জানিয়েছি, বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত ফিরিয়ে দেওয়া হোক৷’
প্রসঙ্গত সোমবার রাশিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়া কেরলের ত্রিশূরের বাসিন্দা বিনিল টিবি নামে এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসে৷ বিনিলের দেহ দ্রুত দেশে ফেরাতে মস্কোর সঙ্গে যোগাযোগ করেছে নয়াদিল্লি।