
ওঙ্কার ডেস্ক: কাশ্মীর সমস্যার কী ভাবে সমাধান হবে সে বিষয়ে নিজের মত জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরলেই কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে। ব্রিটেন সফরে থাকাকালীন সময়ে বুধবার সাংবাদিকদের এ কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী।
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘যেদিন আমরা পাকিস্তান অধিকৃত অংশ ফিরে পাব, সেদিন কাশ্মীর ইস্যুর সমাধান হবে।’ এস জয়শঙ্কর আরও বলেন, ‘কাশ্মীরে আমরা বেশিরভাগ সমস্যার সমাধানে ভালো কাজ করেছি। আমার মনে হয় ৩৭০ ধারা বাতিল করা প্রথম পদক্ষেপ ছিল।’ সেই সঙ্গে তাঁর সংযোজন দ্বিতীয় বড় পদক্ষেপ ছিল কাশ্মীরে উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ন্যায়বিচার পুনরুদ্ধার করা, এরপর তৃতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ কাশ্মীরে নির্বাচন করা বলে মন্তব্য করেন তিনি।
এদিন ভারতের বিদেশমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলিকে সবসময় ভারত সাহায্য করে আসছে। পাশাপাশি তিনি ভারতের প্রত্যাশার কথাও তুলে ধরেন। জয়শঙ্কর বলেন, ভারত এটাও আশা করে যে প্রতিবেশীরা তার সংবেদনশীলতা এবং স্বার্থকে সম্মান করবে। তাঁর কথায়, ‘আমরা বড়, আমরা উদারপন্থী কিন্তু আমাদের কিছু স্বার্থও আছে।’ আমরা চাই আমাদের প্রতিবেশীরাও এটি বুঝুক এবং আমাদের প্রতি দায়িত্বশীল হোক।
ভিডিও দেখুন-