
রেশনের সামগ্রী খোলা বাজারে ব্লাকে বিক্রি। অভিযোগে রেশন ডিলার সহ আরও দুজনের বিরুদ্ধে। ঘটনায় ডিলার সহ দুজনকে জনকে আটক করলো সাগর থানার পুলিশ। ১৯০ বস্তা গম বাজেয়াপ্ত করা হয়েছে।এবার গঙ্গাসাগরে খোলা মার্কেটে রেশনের মাল ব্ল্যাকে বিক্রি করার অভিযোগে রেশন ডিলারসহ দুজনকে আটক করলো সাগর থানার পুলিশ। চৌরঙ্গীর রেশনের চাল, ছোলা ,আটা সহ অন্যান্য সামগ্রী বিক্রয় করছিলেন সুনীল মণ্ডল নামে এক দোকানদার।রেশনের মাল সামগ্রী বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় কিছু মানুষের। তখন তারা দোকানদারকে জিজ্ঞাসা করায় অস্বীকার করে দোকানদার। এরপরে স্থানীয় মানুষ জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্য দপ্তরের আধিকারিক। সেখানে মানুষের উত্তেজনা দেখে খবর দেওয়া হয় পুলিশকে। সাগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে,এবং রেশনের যাবতীয় মালপত্র দোকান থেকে বাজেয়াপ্ত করেন। ডিলারসহ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ এর জন্য। তদন্ত শুরু করেছেন গঙ্গাসাগর থানার পুলিশ।