
স্পোর্টস ডেস্ক : সচিন তেন্ডুলকারের সর্বোচ্চ ৫০ টি ওয়ান ডে শতরানের রেকর্ড ভাঙেন বিরাট কোহলি। তার আন্তর্জাতিক ১০০ শতরানের রেকর্ড কি ভাঙতে পারবেন কিং কোহলি! এমন কথাবার্তা যখন চলছে তখন সচিনের সঙ্গে যার তুলনা হত সেই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা বাঁ হাতি তারকা ব্যাটার ব্রায়ান লারা বললেন,কোহলির এখন বয়স কত? ৩৫ তাই তো? ওর এখন ৮০টা সেঞ্চুরি রয়েছে। এখনও প্রয়োজন আরও ২০টি শতরান। ও যদি প্রতি বছরে ৫টা করে সেঞ্চুরি তা হলেও ওর তেন্ডুলকরের রেকর্ড ছুঁতে হলে চার বছর লাগবে। কোহলির তখন ৩৯ বছর বয়স হয়ে যাবে। যেটা কিন্তু ভীষণ কঠিন। নিশ্চিতভাবে বলতে পারি না, যে এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। যারা বলছে কোহলি তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবে, তারা ক্রিকেটের যুক্তিকে আমল দিচ্ছে না। ২০টি সেঞ্চুরি করা এত সহজ নয়। কোনও কোনও ব্যাটার তাঁদের গোটা কেরিয়ারে ২০টি সেঞ্চুরি করতে পারে না। বয়স কারও জন্য থেমে থাকে না। তাই আমি এটা বলব না যে কোহলি এই রেকর্ড গড়তে পারবেই।’