
ওঙ্কার ডেস্কঃ ফের নক্ষত্র পতন বিনোদন জগতে,প্রয়াত বিশ্ববরেণ্য পরিচালক শ্যাম বেনেগাল । ২৩ ডিসেম্বর মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান পরিচালক। বহু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এছাড়াও তাঁর কিডনির সমস্যাও ছিল। প্রতি সপ্তাহে ডায়ালিসিস হত তিনবার।শুধু ভারত নয় ,বিশ্বের সেরা পরিচালকদের মধ্যে স্থান করে নিয়েছিলেন তিনি।
শ্যাম বেনেগালের ছবি ছিল প্রধানত নারী কেন্দ্রিক এবং তারা সমান অধিকারের লড়াইয়ের কথা বলত। বাবার দেওয়া ক্যামেরাতে বারো বছর বয়েসেই প্রথম ছবি তৈরি করেছিলেন পরিচালক। তাঁর বাবা ছিলেন চিত্রগ্রাহক। সেই অনুপ্রেরণা থেকেই ছবির প্রতি ভালবাসা তাঁর। অঙ্কুর, নিশান্ত, মন্থন, ভূমিকা ভারতীয় ছবির জগতে বড় সম্পদ। তাঁর এই ছবির জন্য চলচ্চিত্র জগতে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারও পেয়েছিলেন। এছাড়াও ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পেয়েছিলেন পরিচালক।
১৯৩৪ সালে ১৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন শ্যাম বেনেগাল। ৯০ তম জন্মদিনও পালন করেছিলেন এ বছর। অসুস্থতার মধ্যে দিয়েও চালিয়ে যাচ্ছিলেন কাজ। ২০২৩ সালে তাঁর শেষ ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’ মুক্তি পায়।